শিলিগুড়ি, ২৯ জুলাই (হি. স.) : শিলিগুড়ির মাটিগাড়া থানার বিশ্বাস কলোনি এলাকা থেকে ব্রাউন সুগার সহ গ্রেফতার করা হল একজনকে। ধৃতের নাম মনোজ ছেত্রী। বাড়ি কালিম্পংয়ের লাভা থানার ফরেস্ট বস্তি এলাকায়।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ এবং শিলিগুড়ি থানার এসওজি’র সমন্বয়ে গঠিত যৌথ দল ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে। তার কাছ থেকে ৫১ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ১,৮০০ টাকা, একটি ফোনও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।