প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) রাজ্য সরকার ৩৩৯.৩৫ কোটি টাকা পেয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷  প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) রাজ্য সরকার ৩৩৯.৩৫ কোটি টাকা পেয়েছে৷ এর জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং’কে সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে আরো এক বড় সিদ্ধান্ত নিয়েছে ডাবল ইঞ্জিনের সরকার৷ প্রতি বাড়িতে যাতে পাকা ঘর নির্মাণ হয় তার জন্য দ্রুত অর্থ বরাদ্দ করা হয়েছে৷ এই অর্থ বরাদ্দের ফলে রাজ্যের গ্রামীন এলাকার গরিব মানুষ বড় উপকৃত হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী৷’
লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করায় রাজ্যের জনগণ দারুণ হবে উপকৃত হবেন৷ কোন পরিবার যাতে গৃহীন না থাকে সেই লক্ষ্যকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকার এই ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *