নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): মণিপুর ইস্যুতে ‘ইন্ডিয়া’ জোটের হইহট্টগোলে শুক্রবারও উত্তাল হল সংসদের উভয়কক্ষ। বিরোধীদের স্লোগান ও হইচইয়ে এদিনও রাজ্যসভা ও লোকসভার কাজ পন্ড হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ও তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েনের মধ্যে এদিন বিতর্কের সাক্ষী থেকেছে উচ্চকক্ষ, এরপর দিনের মতো রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। লোকসভাতেও এদিন মণিপুর ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে সরব হন বিরোধী সাংসদরা। হইহট্টগোলের মধ্যেই লোকসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। লোকসভায় এদিন অনাস্থা প্রস্তাব নিয়ে অবিলম্বে আলোচনার দাবি জানান বিরোধীরা। প্রসঙ্গত, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে শুক্রবার সকালে সংসদের বাইরেও বিক্ষোভ দেখান ‘ইন্ডিয়া’ জোটের সদস্যরা। পাশাপাশি নিজেদের মধ্যে কৌশল ঠিক করতে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকও করেন সমমনোভাবাপন্ন বিরোধীরা।
2023-07-28