নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): নিজ দলের রাজ্যসভার সাংসদদের উদ্দেশ্যে তিন লাইনের হুইপ জারি করল জনতা দল (ইউনাইটেড)। সংসদের বর্ষাকালীন অধিবেশনে দলের রাজ্যসভার সাংসদদের কাছে বিলের (দিল্লি পরিষেবার উপর কেন্দ্রের বিল) বিরুদ্ধে ভোট দিয়ে দলের অবস্থানকে সমর্থন করার জন্য তিন লাইনের হুইপ জারি করেছে জেডি (ইউ)।
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের কার্যালয়, যিনি নিজেও জেডি(ইউ) সাংসদ, তিনি তাঁর মেয়াদে প্রথমবারের মতো হুইপ পাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।
এই হুইপ জারি করার বিষয়ে রাজ্যসভায় জেডি(ইউ)-এর চিফ হুইপ অনিল হেগড়ে বলেছেন, “যখনই গুরুত্বপূর্ণ বিল আসে, শুধুমাত্র জেডি(ইউ) নয়, সব দলই নিজস্ব সাংসদদের হুইপ জারি করে…আমরা আমাদের দলের সাংসদদের হুইপ জারি করেছি।”