রাজকোট, ২৭ জুলাই (হি.স.): গুজরাটের রাজকোটে নবনির্মিত রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করার পর রাজকোট গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের উপস্থিতিতে রাজকোট গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধিকারিকদের কাছ থেকে এই বিমানবন্দরের বিশেষত্বের বিষয়ে শোনেন প্রধানমন্ত্রী মোদী। পরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি।