BRAKING NEWS

১৩ রাষ্ট্রদূতকে ডেকে অসন্তোষ জানাল বাংলাদেশ

ঢাকা, ২৬ জুলাই (হি.স): ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতিদাতা ১৩ দেশের কূটনীতিককে ডেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলমকে (হিরো আলম) কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে ঢাকাস্থ যেসকল দূতাবাস গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছিল, বুধবার তাদের রাষ্ট্রদূতদের আমরা ডেকেছিলাম। তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমাদের অসন্তোষ প্রকাশ করেছি।

সাংবাদিকদের শাহরিয়ার আলম বলেন, হিরো আলমের ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন এবং সরকার দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়েছে। ১৯ জুলাই কূটনীতিকদের বিবৃতি দেওয়ার অনেক আগেই কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়। ১৮ জুলাই বিষয়টি আপনারা মিডিয়াতে প্রকাশ করেছিলেন। অথচ আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরেও এই কূটনীতিকরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন যা অযাচিত ও অপ্রয়োজনীয়। তাই, যৌথ বিবৃতিটির বস্তুনিষ্ঠতা ও উদ্দেশ্য নিয়ে ভাবনার অবকাশ থেকেই যায়।

প্রতিমন্ত্রী বলেন, এ কারণে, আজ আমরা তাদের কূটনৈতিক আচরণবিধি সম্পর্কিত ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিয়ে গঠনমূলক হওয়ার পরামর্শ দিয়েছি। পাশাপাশি এও সতর্ক করা হয়েছে যে, সরকারকে পাশ কাটিয়ে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পক্ষপাতমূলক আচরণ কেবলই পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে।

প্রতিমন্ত্রী জানান, আজ কূটনীতিকদের কাছে যে বিষয়টি আমরা তুলে ধরেছি, সেটা তাদের স্ব স্ব দেশের ক্যাপিটালকেও জানানো হবে।

এর আগে হিরো আলমকে নিয়ে বিবৃতির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা তিনটায় ঢাকার ১৩টি মিশনের রাষ্ট্রদূতকে ডাকা হয়। এসময় তাদেরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খুরশেদ আলম ওই ঘটনার বিষয়ে রাষ্ট্রদূতদের কাছে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় গত ১৯ জুলাই ঢাকার ১৩ দূতাবাস ও হাইকমিশন যৌথ বিবৃতি দেয়।

এই দেশগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন। বুধবার ঢাকার এসব মিশনের প্রতিনিধিরা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

এদিকে হিরো আলমের ওপর হামলার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে ঢাকার রাষ্ট্রসংঘ আবাসিক সমন্বয়ক টুইট করেছিলেন। এ পরিপ্রেক্ষিতে রাষ্ট্রসংঘের ভারপ্রাপ্ত মিশন প্রধানকে তলব করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ ও জড়িতদের বিচারের দাবিতে যৌথ বিবৃতি দেয় ঢাকার ১৩ মিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *