লাতেহার, ২৫ জুলাই (হি.স.): ঝাড়খন্ডের বনপুর এলাকায় অমিত কুমার রবি নামে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। নিহত ছাত্র রামগড় জেলার বাসিন্দা। সে লাতেহার পলিটেকনিক কলেজের ছাত্র। যদিও প্রাথমিকভাবে পুরো ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।
জানা গেছে, বনপুর এলাকায় একটি লজে ভাড়া নিয়ে থাকতেন অমিত কুমার রবি। সোমবার রাতে বন্ধ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে আশুতোষ কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের দেহ উদ্ধার করে হেফাজতে নেয়। বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রতিটি দিক বিবেচনায় রেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
যে কক্ষে ছাত্রর দেহ পাওয়া গেছে সেটি ভিতর থেকে সম্পূর্ণ তালাবদ্ধ ছিল বলে জানা গেছে। নিহত ছাত্রের কানে ইয়ার ফোনও লাগানো ছিল। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।