কাছাড়ে পুলিশের গুলিতে ঘায়েল মাদক পাচারকারী, এসটিএফ-এর অভিযানে উদ্ধার ৪০-৪৫ কোটি টাকার হেরোইন ও ইয়াবা, গ্রেফতার তিন

শিলচর (অসম), ২৫ জুলাই (হি.স.) : আবারও ডিআইজি (এসটিএফ) পার্থসারথি মহন্তের নেতৃত্বে অসম পুলিশের সফল মাদক-বিরোধী অভিযান। এবার তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪০ থেকে ৪৫ কোটি টাকা মূল্যের ২.৫ কিলোগ্রাম হেরোইন এবং এক লক্ষ মাদক-ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে এসটিএফ এবং কাছাড় পুলিশ। তবে হেফাজত থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে ঘায়েল হয়েছে এক মাদক পাচারকারী। পুলিশের গুলিতে আহত মাদক পাচারকারীকে মনোয়ার হুসেন বড়ভুইয়াঁ বলে শনাক্ত করা হয়েছে। তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। মনোয়ারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনা সোমবার রাতে কাছাড় জেলা সদর শিলচরের রামনগর-চেংকুড়ি বাইপাসে সংঘটিত হয়েছে।

অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ডিআইজি পার্থসারথি মহন্ত জানান, বিপুল পরিমণের মাদক পাচারের নির্দিষ্ট তথ্য পেয়ে গুয়াহাটি থেকে শিলচর আসেন তিনি। এখানে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো এবং সিআরপিএফ ও পুলিশের দল নিয়ে সাদা পোশাকে রামনগর বাইপাসে অভিযান চালান তাঁরা। গভীর রাতে বাইপাসে চার চাকার একটি কারের গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে বিপুল পরিমাণের ওই হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ডিআইজি জানান, মাদক পাচারের অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছিল। সেগুলি গাড়ির বিভিন্ন গোপন খোপ থেকে বের করে বনেটের ওপর রাখতে তাঁরা যখন ব্যস্ত, তখন সুযোগ বুঝে পুলিশের হেফাজত থেকে মনোয়ার হুসেন বড়ভুইয়াঁ নামের এক যুবক পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে রুখতে গুলি করে। গুলি তার বাঁ পায়ে বিদ্ধ হলে সে মাটিতে পড়ে যায়। অবশ্য সঙ্গে আহত মনোয়ারকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসা চলছে।এদিকে বাইট দিতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো সাংবাদিকদের একই ঘটনার বর্ণনা করে বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার ড্রাগস-মুক্ত অসম গড়তে পুলিশের মাদক বিরোধী অভিযান তীব্রগতিতে চলবে। অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত নেটওয়ার্কের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *