জাকার্তা, ২৫ জুলাই (হি. স.) : ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগারা দ্বীপে মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৬.০। তবে ভূমিকম্পে হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
জিওফিজিক্স এজেন্সি জানিয়েছে, এই মুহূর্তে সুনামির কোনো সম্ভাবনা নেই। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল তিমুর লেস্টের কাছে পূর্ব ইন্দোনেশিয়ান অঞ্চলের সমুদ্রের ৭৫ কিলোমিটার গভীরে।

