আগরতলা, ২৪ জুলাই (হি.স.) : বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের মিড-ডে-মিলের চালের গুণগত মান খুবই নিম্মমানের, এমনই অভিযোগ তুলেছে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা। সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে স্কুল পরিদর্শনে গিয়েছিলেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। তিনিও ওই অভিযোগের সত্যতা পেয়েছেন।
জনৈক অভিভাবকের অভিযোগ, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে খুব নিম্মমানের চাল দিয়ে মিড–ডে–মিল খাওয়ানো হচ্ছে পড়ুয়াদের।তাতে স্কুল পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, অপরিস্কার স্থানে বসিয়ে পড়ুয়াদের মিড–ডে–মিল খাওয়ানো হয়।
এবিষয়ে বিদ্যালয়ের জনৈক শিক্ষিকা জানিয়েছেন, মিড–ডে–মিলের দায়িত্বে থাকা কর্মীরা খারাপ চাল আসার বিষয়টি জানানোর পর তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করেছিলেন। গত শুক্রবার দফতরের একটি টিম স্কুল পরিদর্শনে এসে চালের অবস্থা দেখে গিয়েছেন। আজ সকালে মহকুমা শাসক বিনয় ভূষণ দাস স্কুল পরিদর্শনে আসেন এবং নির্দেশ দিয়েছেন এই চাল যেন আর ব্যবহার না করা হয়।