শিবের মাথায় জল ঢালতে গিয়ে অজয় নদে তলিয়ে মৃত্যু ছাত্রের

আসানসোল, ২৪ জুলাই (হি. স.) : শ্রাবণ মাসের প্রথম সোমবার। নদীতে স্নান সেরে পবিত্র হয়ে শিবের মাথায় জল ঢালার পরিকল্পনা ছিল। দল বেঁধে বন্ধুরা গিয়েছিলেন স্নান করতে। কিন্তু তা বাস্তবায়িত হওয়ার আগেই মর্মান্তিক পরিণতি আসানসোলের ছাত্রের।

জামুরিয়ায় অজয় নদে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল বিএ প্রথম বর্ষের ছাত্রের। স্থানীয়রা উদ্ধার করে জামুরিয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত যুবকের নাম কাজু ঘোষ। বয়স ১৯ বছর। চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিদ্ধপুর গ্রামে বাড়ি ওই ছাত্রের। স্থানীয় এক বাসিন্দা জানান, শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে যান এলাকার অনেকেই। তাঁরা সকলে অজয় নদের সিদ্ধপুর বাগডিহা নদীর ঘাটে বহু মানুষ স্নান করেন। সেখান থেকে জল নিয়ে স্থানীয় মন্দিরে শিবলিঙ্গের মাথায় ঢালেন।

এদিন কলেজ ছাত্র কাজু ঘোষ এবং তাঁর কয়েকজন বন্ধু সকাল ৬ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নদীতে স্নান করতে যান। বর্ষায় অজয় নদ এখন জলে টইটম্বুর। সেই সময় স্নান করতে নেমে কোনওভাবে নদীতে তলিয়ে যান কাজু ঘোষ। স্থানীয়রা তা দেখে সঙ্গে সঙ্গে মাছ ধরার জাল নিয়ে কাজুকে উদ্ধার করেন। তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে ডাক্তার মৃত ঘোষণা করে। তাঁর বন্ধুরা সকলে সুস্থ রয়েছে।

একসঙ্গে স্নান করতে নেমে বন্ধুকে এভাবে হারিয়ে তাঁরা মর্মাহত। প্রশ্ন উঠছে, কাজু কি সাঁতার জানত না বলে এভাবে তলিয়ে গেল? শোকাহত কাজুর পরিবার। পাড়ার ছেলের এই পরিণতিতে এলাকাবাসীও বিষণ্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *