ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।।দু-দিনব্যাপী রাজ্য জুনিয়র ( অনূর্ধ্ব-১৯) দাবা প্রতিযোগিতা শুরু ২৯ জুলাই। বালক এবং বালিকা উভয় বিভাগে হবে আসর। এন এস আর সি সি-র দাবা হলঘরে হবে প্রতিযোগিতা। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। ৬ রাউন্ডের হবে আসর। এদিকে গুজরাটে ২০-২৮ সেপ্টেম্বর হবে জাতীয় অনূর্ধ্ব-১৯ দাবা প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ত্রিপুরা দল বাছাই হবে রাজ্য আসর থেকে। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২৮ জুলাই এর মধ্যে ৫০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ বলেছেন।
2023-07-24