ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।।উদ্বোধনী ম্যাচে বীরেন্দ্র ক্লাব খেলবে জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল শিল্ড নকআউট ফুটবল আসরে। ১৩ আগস্ট থেকে শুরু হবে আসর। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রতিদিন বিকেল ৩ টায় হবে ম্যাচ। এবছর আসরে অংশ নিয়েছে ৭ দল: এগিয়ে চলো সঙ্ঘ,ফরোয়ার্ড ক্লাব, জুয়েলস অ্যাসোসিয়েশন, রামকৃষ্ণ ক্লাব, বীরেন্দ্র ক্লাব, লালবাহাদুর ব্যায়ামাগার এবং ত্রিপুরা পুলিস। গেলোবারের শিল্ড জয়ী এগিয়ে চলো সঙ্ঘ সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেছে। এবছর আসর হবে ‘মেডিকেটস রেডক্লিফি ল্যাব’ রাখাল শিল্ড নকআউট ফুটবল আসর। লটারির মধ্য দিয়ে আসরের সূচী ঠিক করা হয়। ১৩ আগস্ট আসরের উদ্বোধন করবেন প্রাক্তন ফুটবলার অনিমেষ দেব। উদ্যোক্তা কমিটির সচিব কৃষ্ণপদ সরকার ক্রীড়াসূচী ঘোষনা করেন।
ঘোষিত সূচী
১৩ আগস্ট : বীরেন্দ্র ক্লাব- জুয়েলস অ্যাসোসিয়েশন
১৪ আগস্ট: রামকৃষ্ণ ক্লাব- ত্রিপুরা পুলিস
১৬ আগস্ট; লালবাহাদুর - ফরোয়ার্ড
১৭ আগস্ট: এগিয়ে চলো সঙ্ঘ- বিজয়ী ১
১৮ আগস্ট: বিজয়ী ২ - বিজয়ী ৩
২০ আগস্ট: ফাইনাল