ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।।প্রীতি ম্যাচে জয় পেলো প্রগতি প্লে সেন্টার। পরাজিত করলো উদয়পুরের কে বি আই কোচিং সেন্টারকে। প্রগতি বিদ্যাভবন মাঠে হয় ম্যাচটি। অনূর্ধ্ব-১৩ ক্রিকেটারদের প্রস্তুতি খতিয়ে দেখতেই ওই প্রীতি ম্যাচের আযোজন। তাতে প্রগতির হয় নজর কাড়ে অনিকেষ বিশ্বাস এবং রাহুল খান। ম্যাচে প্রগতি প্লে সেন্টার ৮ রানে জয় পায়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রগতি ১১৫ রান করে। দলের পক্ষে অনিকেষ বিশ্বাস ২৯, শ্রেষ্ঠাংশু দেব ২২, রাহুল খান ১৩ এবং ইয়াশ দেববর্মা ১১ রান করে। জবাবে খেলতে নেমে কে বি আই কোচিং সেন্টার ১০৭ রান করতে সক্ষম হয়। প্রগতির রাহুল খান ৪ উইকেট এবং ঋদ্ধিবান কর ২ উইকেট দখল করে।
2023-07-24