BRAKING NEWS

বিলোনীয়ায় শিব আরাধনায় ব্রতী হলেন ভক্তরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷  শ্রাবণ মাসের প্রথম সোমবার এই বছর মল মাস পেলেও ভক্তরা মন্দিরে পুজো দিতে ব্যস্ত৷ তবে অন্যান্য বছরের মত এ বছর কিছুটা কম পরিমাণে ভক্ত মন্দিরে এসে পুজো দিচ্ছে৷ সংকট মঠ আশ্রমে শিবের স্নান যাত্রা উপলক্ষে বিপুল ভক্ত সমাগম৷ আজ  শ্রাবণ মাসের প্রথম সোমবার৷ শাস্ত্র মতে শ্রাবণ মাস হলো শিবের মাস৷ শিব অনুরাগী ভক্তরা এই শ্রাবণ মাসে শিবের পূজা এবং আরাধনার মধ্যে দিয়ে পালন করে থাকেন৷আজ শ্রাবণের প্রথম সোমবার স্নান যাত্রাকে কেন্দ্র করে ভারতচন্দ্র  নগর ব্লকের সুকান্তনগর পঞ্চায়েত এলাকার শংকর মঠ আশ্রমে অনুষ্ঠিত হয় শিব স্নান যাত্রা, রাত্রি তিনটা থেকে অগণিত ভক্ত নারী-পুরুষ শিশু বৃদ্ধ সকল অংশের ভক্তরা কাঁদে কলসির ভার নিয়ে উলুধবনি শঙ্খধবনি  এবং ঢাকের তালে মুহুরী নদীর ঘাটে গিয়ে জল ভরে সেই জল নিয়ে আসে আশ্রমে৷ রাত্রি চারটা থেকে শুরু হয় শিবের স্নানযাত্রার অনুষ্ঠান৷ অগণিত ভক্তরা একে একে শিবের মাথায় ডাবের জল, দুধ ,তুলসী বেল পাতা দিয়ে বাবা শিবকে স্নান করিয়ে পরিবার ও আত্মীয় পরিজন সকলের মঙ্গল কামনায় এবং দেশবাসীর মঙ্গল কামনায় ব্রতী হয়েছেন৷ এই স্নানযাত্রাকে কেন্দ্র করে শংকরমঠ আশ্রম প্রাঙ্গনে ভক্তদের সমাগমে হয়ে উঠে আনন্দ মুখরিত৷ পুরোহিতের মন্ত্র উচ্চারণে উলুধবনি শঙ্খধবনিতে এবং ঢাকের বাজনা তালে তালে শিব ভক্তরা আশ্রম প্রাঙ্গনে নাচের মাতোয়ারা হয়ে ওঠেন৷ সকলের একটি আশা মঙ্গল কর বাবা সকলের, পরিবার পরিজন এবং দেশবাসী যেন থাকে সুখে শান্তিতে৷ জাতি ধর্ম নির্বিশেষে সর্বত্র যেন শান্তির পরিবেশ  বিরাজ করে এই কামনাই সকল ভক্তদের মনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *