নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগের উত্তীর্ণদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ খোয়াই মহকুমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট সাতশ জন কৃতি ছাত্রছাত্রীকে খোয়াই মণ্ডল যুব মোর্চার উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷
খোয়াই পুরাতন টাউন হলে আয়োজিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, পুর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ার পারসন তাপস কান্তি দাস, যুব মোর্চা খোয়াই জেলা সভাপতি মানিক দেবনাথ, যুব মোর্চা খোয়াই মন্ডল সভাপতি সত্যজিৎ পাল সহ অন্যান্য৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন রাজ্যে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের ফলে শহর কিংবা গ্রামাঞ্চল বলুন ছাত্রছাত্রীরা একের পর এক কৃতিত্ব অর্জন করে চলেছে৷
একটা সময় ছিল যা রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন৷বিদ্যালয় গুলিতে পঠন পাঠনের কোন সুবন্দোবস্ত ছিল না৷ ছাত্র সংগঠনের নামে ছাত্র-ছাত্রীদের রাজনৈতিক পাঠ দেওয়া হতো৷ রাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলিতে ছিল পরিকাঠামোর অভাব, ছিল না প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা৷ এখন শিক্ষকের জন্য ছাত্র-ছাত্রীদের আন্দোলন করতে হয় না৷ এই দিন মহকুমার কৃতি ছাত্র-ছাত্রীদের উত্তরিয় পড়িয়ে এবং হাতে স্মারক তুলে দিয়ে তাদের সংবর্ধিত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা৷
2023-07-24