লাতেহারে বাস ও ট্রেলারের সংঘর্ষে ১৩ যাত্রী আহত

লাতেহার, ২৪ জুলাই (হি. স.) : ঝাড়খন্ডের বালুমাঠ থানার অন্তর্গত চিতারপুর গ্রামের কাছে জাতীয় সড়ক-৯৯-এ বাস এবং ট্রেলারের তীব্র সংঘর্ষ হয়। সোমবার দুর্ঘটনায় বাসের ১৩ জন যাত্রী আহত হয়েছেন। বালুমঠ হাসপাতালে সব যাত্রীর প্রাথমিক চিকিৎসা চলছে।

আহতদের মধ্যে রয়েছেন পিঙ্কি কুমারী, মহম্মদ আরমান, শঙ্কর উপাধ্যায়, সুমন কুমারী, মহম্মদ সেলিম, বিনোদ কুমার শর্মা, সুরেন্দ্র রাম, আদিত্য কুমার, নির্মল সিনহা, দীপালি দেবী, আমিশা দেবী, সোনি খাতুন এবং রাজা কুমার। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রিমসে রেফার করা হয়েছে। আহতদের বেশিরভাগই চাতরা ও রাঁচির বাসিন্দা।

তথ্য অনুযায়ী, যাত্রীবাহী বাসটি রাঁচি থেকে চাতরার দিকে যাচ্ছিল। ট্রেলারটি বালুমাঠ থেকে চান্দওয়ার দিকে আসছিল। এদিকে ছতরপুরের কাছে দুটি গাড়িরই সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হয়। এখানে, ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ চালাতে গিয়ে আহত সকলকে চিকিৎসার জন্য বালুমঠ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এখানে দুর্ঘটনার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। অনেক চেষ্টার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ গাড়ি দুটি বাজেয়াপ্ত করেছে। বাসের যাত্রীরা জানান, ট্রেলারটি খুব অনিয়ন্ত্রিত গতিতে এসে বাসটিকে ধাক্কা দেয়।