ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। আগামী নভেম্বরে প্রথমবারের মতো মিস্টার ত্রিপুরা জুনিয়র এবং মিস্টার ত্রিপুরা সিনিয়র বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোয়েশনের উদ্যোগে আগরতলায় রাজ্য কমিটির একটি সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় রাজ্য কমিটির সকল সদস্যদের মতামতের মাধ্যমে আগামী ১১ নভেম্বর ত্রিপুরার পশ্চিম জেলায় ইন্ডিয়ান বডি বিল্ডারস ফেডারেশনের অধীনে ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস অ্যাসোয়েশন প্রথমবারের মতো মিস্টার ত্রিপুরা জুনিয়র এবং মিস্টার ত্রিপুরা সিনিয়র বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে যাচ্ছে। তাছাড়া, পাশাপাশি থাকবে মেন ফিজিক্স চ্যাম্পিয়নশিপ তথা পুরুষদের দেহসৌষ্ঠব প্রতিযোগিতা। প্রথমবারের মতো জাতীয়স্তরের সমতূল্য স্ট্যান্ডার্ডের রাজ্যস্তরের চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে আগরতলায়। এই স্টেট চ্যাম্পিয়নশিপ থেকেই ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন আয়োজিত আসন্ন মিস্টার ইন্ডিয়া ২০২৩ এর জন্য প্রতিযোগী তথা রাজ্য দল গঠন করা হবে। ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাঙ্কি সাহা এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2023-07-23