মর্ডান চেস একাডেমিতে প্রাইজমানি দাবা আগস্টে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।।দুদিন ব্যাপী প্রাইজমানি দাবা প্রতিযোগিতা শুরু ৫ আগস্ট। মডার্ণ চেস আকাদেমির উদ্যোগে আসর হবে শিবনগর মডার্ণ ক্লাবে। মোট ৬ রাউন্ডের হবে আসর। এন্ট্রি ফি ৩০০ টাকা। আসরের সেরা দাবাড়ু ট্রফি সব প্রাইজমানি বাবদ পাবে ১ হাজার টাকা। প্রথম ৫ দাবাড়ুকে প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া বয়সভিত্তিক বিভাগেও থাকবে পুরস্কার। আসরে অংশ নেওয়ার শেষ দিন ৩ আগস্ট। উদ্যোক্তা আকাদেমির পক্ষ থেকে এখবর জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *