বীরভূম, ২৩ জুলাই (হি.স.): বীরভূম জেলার সাঁইথিয়ায় খুন হলেন এক বৃদ্ধা। রবিবার বাড়ির ভিতর থেকে বিবস্ত্র অবস্থায় ৬২ বছরের ওই বৃদ্ধার দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার মুখে গামছা বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ। ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন বলে জানা গিয়েছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, শনিবার রাতে বাড়ি সংলগ্ন এক প্রতিবেশীর বাড়িতে ছিলেন তিনি। সেই বাড়িতেও তিনি একাই ছিলেন বলে জানা গিয়েছে। সেখানেই বিবস্ত্র অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার দেহ নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।