প্রয়াত সিপিআইএম নেতা তথা প্রাক্তন বিধায়ক রামেন্দ্র দে-র স্মৃতিচারণ সভা করিমগঞ্জে

করিমগঞ্জ (অসম), ২৩ জুলাই (হি.স.) : প্রয়াত সিপিআইএম নেতা তথা প্রাক্তন বিধায়ক রামেন্দ্র দে-র স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জে। সিপিআই (এম)-এর করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে করিমগঞ্জ বিএড কলেজে অনুষ্ঠিত সভায় পৌরোহিত্য করেন দলের অসম রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল দে।

উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি রজত চক্রবর্তী, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায়, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক তথা করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক ড. সুখেন্দুশেখর দত্ত, সিপিআই (এম)-এর কাছাড় জেলা কমিটির সম্পাদক দুলাল মিত্র, দলের হাইলাকান্দি জেলা কমিটির সম্পাদক অধীর নাথ, এসইউসিআই (কমিউনিষ্ট) নেতা পরিমল চক্রবর্তী প্রমুখ।
স্মৃতিচারণ সভার শুরুতে প্রয়াত নেতা রামেন্দ্র দে-র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিবর্গ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা দাসচৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন সভার সভাপতি নির্মল দে। রামেন্দ্র দে-র কমিউনিস্ট জীবন ও বিধায়ক জীবনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেন সিপিআই (এম) করিমগঞ্জ জেলা সম্পাদক পরিতোষ দাশগুপ্ত, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, পাথারকান্দির প্রাক্তন বিধায়ক অধ্যাপক সুখেন্দুশেখর দত্ত, এসইউসিআই (কমিউনিষ্ট) নেতা পরিমল চক্রবর্তী, সিপিআই(এম) কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্র, হাইলাকান্দি জেলা সম্পাদক অধীর নাথ, সাংবাদিক রাহুল চক্রবর্তী, শ্রীগৌরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাশুক আহমেদ, প্রাক্তন শিক্ষকনেতা সুবীরবরণ রায়, গৌতম চৌধুরী, কর্মচারী আন্দোলনের নেতা সুপ্রিয় দেব, প্রয়াত নেতার আত্মীয় শিখ দে প্রমুখ।
বক্তারা রামেন্দ্র দে-র রাজনৈতিক জীবন, তাঁর সরল, নিরহঙ্কার ব্যক্তিজীবনের বিভিন্ন দিকগুলির কথা উল্লেখ করেন। বদরপুরের উন্নয়নে তাঁর অবদান, বিধানসভার ভিতরে লড়াই, বদরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রামেন্দ্র দে-র অবদান ইত্যাদির পাশাপাশি তাঁর সুক্ষ্ম পরিশীলিত রসবোধের কথাও ওঠে আসে আজকের স্মৃতিচারণ সভায়। তাঁর বিজ্ঞানমনস্কতার পরিচয় চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে মরণোত্তর দেহদান। রামেন্দ্র দে মৃত্যু বরণ করেও নিজেকে সমাজের কাজে উৎসর্গ করেছেন বলে একবাক্যে বলেছেন বক্তারা।
সিপিআই (এম) করিমগঞ্জ জেলা কমিটির পক্ষে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সভার সভাপতি নির্মল দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *