জুনিয়র এশিয়া কাপে স্বর্ণ পদক অস্মিতার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।।জুনিয়র এশিয়ান কাপে জুডোতে স্বর্ণ পদক দখল করলো রাজ্যের মেয়ে অস্মিতা দে। অস্মিতার এই সাফল্যে খুশি গোটা রাজ্যবাসী। ৪৮ কেজির ফাইনাল বোটে অস্মিতা মঙ্গোলিয়ার খেলোয়াড়কে  হারিয়ে এই সম্মান অর্জন করে। অস্মিতার কোচ মানিক লাল দে ছাত্রীর এই সফলতায় খুবই খুশি।