অসমে উগ্ৰপন্থী-যোগ সন্দেহে আরেক মহিলা আটক, উদ্ধার আরও ১.৬৪ লক্ষ নগদ টাকা

ডিব্রুগড় (অসম), ২৩ জুলাই (হি.স.) : অসমে নিষিদ্ধ সশস্ত্র উগ্রপন্থী সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্ৰন্ট অব অসম-ইনডিপেনডেন্ট’ (আলফা-আই)-এর যোগসূত্রকারিণী সন্দেহে আরও এক মহিলাকে আটক করেছে ডিব্রুগড় পুলিশ। তার হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে ১.৬৪ লক্ষ নগদ টাকা।

আজ রবিবার সকালে ডিব্রুগড় জেলা পুলিশ সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে মহিলা আলফা-আই যোগসূত্ৰকারিণী সন্দেহে গ্রেফতার করেছে হেমা চুতিয়াকে।

জানা গেছে, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় এলাকায় তার বাসা থেকে গতকাল নগদ প্ৰায় ৩ লক্ষ টাকা সহ পুষ্পাঞ্জলি গগৈকে আটক করেছিল যৌথবাহিনী। ঠিক একদিন পর আজ সকালে ডিব্রুগড়ে সেনা-পুলিশের দল নগদ ১,৬৪,০০০ টাকা সহ হেমা চুতিয়াকে আটক করেছে।
ডিব্রুগড় জেলার অধীন খোয়াং-এ পুলিশের পাতা জালে আটকে যান হেমা চুতিয়া। কিন্তু পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। এতে আহত হন হেমা চুতিয়া।
এখানে উল্লেখ করা যেতে পারে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল বিকালে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় চত্বরে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ সন্দেহভাজন আলফা-আই লিংকম্যান পুষ্পাঞ্জলি গগৈকে নগদ প্রায় তিন লক্ষ টাকা সহ আটক করেছিল। তার হেফাজত থেকে পুলিশ একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে। অভিযুক্ত পুষ্পাঞ্জলি গগৈ তিনসুকিয়া জেলার লাইপুলি এলাকার দিহিং গ্রামের বাসিন্দা। তিনি এমআই লাইফস্টাইল নামের এক বিপণন সংস্থার সঙ্গে জড়িত।
এদিকে আলফা (আই)-র সঙ্গে যোগসূত্র রক্ষাকারী অভিযোগে ধৃত দুই মহিলা তাদেরকে নির্দোষ বলে দাবি করেছেন। তবে নিরাপত্তা বাহিনী বা পুলিশ কেউই এ ব্যাপারে বেশি কিছু জানাতে অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *