আহমেদাবাদ, ২৩ জুলাই (হি.স.): গত কয়েক দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে আহমেদাবাদ-সহ গুজরাটের নানা প্রান্তে। অবিশ্রান্ত বৃষ্টির জেরে এবার আহমেদাবাদ বিমানবন্দর চত্বরে জমেছে জল। টার্মিনাল থেকে বিমানের রানওয়ে, সবেতেই দাঁড়িয়ে রয়েছে জল। সেই হাঁটুজল ভেঙে চলাচল করছেন যাত্রীরা। বিমান ধরার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমান ধরার ক্ষেত্রে সতর্ক করেছেন। তাঁরা টুইটারের মাধ্যমে লিখেছেন, ‘‘ভারী বৃষ্টির কারণে বিমানবন্দরে জল জমেছে। যাত্রীদের অনুরোধ করব, বিমান ধরার আগে তার বিষয়ে খোঁজ নিতে। বিমানবন্দরে পার্কিং না করার পরামর্শও দেওয়া হচ্ছে।’’ বিমানবন্দরে জল জমার কারণে যাত্রীদের বিমান ধরতে সমস্যা হচ্ছে। বিমান চলাচলেও বিঘ্ন দেখা দিয়েছে।