মণিপুরে ভাইরাল ভিডিওকাণ্ড : ইমফলে ‘উন্মত্ত’ মহিলা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস


ইমফল, ২২ জুলাই (হি.স.) : মণিপুরে দুই মহিলার ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে আজ ইমফলে ‘উন্মত্ত’ মহিলা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

ঘটনা আজ শনিবার সকাল প্রায় নয়টা (৯.০০) নাগাদ মণিপুরের রাজধানী ইমফলের ঘড়ি এলাকায় সংঘটিত হয়েছে। শতাধিক মহিলা বিক্ষোভকারী ওই এলাকায় গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে উত্তাল প্রতিবাদ সংগঠিত করছিলেন। কিন্তু সকাল ৯-টার দিকে জমায়েত শতাধিক মহিলা বিক্ষোভকারী উভয় দিকের সড়ক অবরোধ করে সরকারের বিরুদ্ধে আপত্তিজনক উত্তাল স্লোগান দিলে পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে।

এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রেপিড অ্যাকশন ফোর্স ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে দ্রুত অ্যাকশনে নামে পুলিশ। খবরে প্রকাশ, নিরাপত্তা কর্মীরা টায়ারের আগুন নেভাতে গেলে বিক্ষোভকারী মহিলারা মারমুখি হয়ে ওঠেন। তখন পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে। সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি হলেও সংলগ্ন স্পর্শকাতর এলাকায় সেনাবাহিনী ফ্ল্যাগমার্চ করছে বলে জানা গেছে।