মুম্বই, ২২ জুলাই (হি.স.): কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। মণিপুরের (ভাইরাল ভিডিও) বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বলে মন্তব্য করেছেন স্মৃতি ইরানি। তিনি বলেছেন, “এই (মণিপুর ভাইরাল ভিডিও) ইস্যুটি শুধুমাত্র সংবেদনশীল নয়, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও প্রভাব রয়েছে এবং বিরোধী নেতারা তা জানেন।”
শনিবার সকালে মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, “সংসদের ফ্লোরে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি না বিরোধীরা। অত্যন্ত উদ্বেগজনক বিষয় হল, শুক্রবার রাজস্থানের একজন মন্ত্রী রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে কথা বলেছেন, তাঁকে কংগ্রেস অনাকাঙ্খিতভাবে বরখাস্ত করেছে। একইভাবে মর্মান্তিক একটি ভিডিও যা পশ্চিমবঙ্গের মালদা থেকে উদ্ভূত হচ্ছে যেখানে দুই দলিত মহিলাকে মারধর করা হচ্ছে এবং ছিনতাই করা হচ্ছে। কংগ্রেস রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের সত্যতা শুনতে চায়নি…তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের ক্ষুধায় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় মানুষের মৃত্যুতে নীরব দর্শক কংগ্রেস।”