জাতীয় আসরের জন্য রাজ্য দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।।ঘোষিত হলো ত্রিপুরা দল। ১১ তম জাতীয় সিনিয়র পেনচাক সিলাট আসরের জন্য। মহারাষ্ট্রের নাসিকে হবে আসর। ১২-‌১৫ আগস্ট। তাতে অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে ৬ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করা হলো। নির্বাচিত খেলোয়াড়রা হল:‌ সোনি দত্ত,মিঠুন দে, প্রসেনজিৎ সাহা,সুপ্রিয় কিশোর সান্যাল, রাজর্ষি দত্ত এবং বৈশালী দাস। কোচ:‌ উত্তম আচার্য (‌পুরুষ বিভাগে), দেবি রাণী দাস (‌মহিলা বিভাগে)। রাজ্য সংস্থার সচিব‌‌ উত্তম আচার্য এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।‌