নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ গন্ডাছড়া কৃষি মহকুমার উদ্যোগে বৃহস্পতিবার এমআইসিএমপি পদ্ধতিতে ধানের চারা রোপন করা হয়৷ এদিন উত্তর গন্ডাছড়া ভিলেজের টিলা বাড়িতে কৃষি দপ্তরের কর্মীরা এলাকার কৃষকদের সাথে নিয়ে ধানের চারা রোপন করেন৷ এই বিষয়ে গন্ডাছড়া কৃষি তত্ত্বাবধায় চন্দ্র কুমার রিয়াং জানান ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবছর এম আই সি এম পি-কে সামনে রেখে গন্ডাছড়া কৃষি মহকুমা এলাকায় কৃষকের দ্বিগুণ ফসল উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেন৷ এরই অঙ্গ হিসাবে এই দিন টিলা বাড়িতে কৃষকদের সাহায্য এবং উৎসাহ বাড়ানোর জন্য দপ্তরের কর্মীরা মাঠে নামেন৷তিনি জানান এই বছর কৃষি মহকুমা এলাকায় ৫৩০ হেক্টর টার্গেটকে সামনে রেখে দপ্তরের কর্মীরা কৃষক ভাইদের সাথে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন৷ তাতে করে এলাকার কৃষকরা দারুন খুশি এবং তারা জানান আগামী দিনেও এই পদ্ধতিতে ধান চাষ করবেন৷ কৃষি তত্ত্বাবধায়ক আরো জানান টিলা বাড়িতে মোট ২০ হেক্টর জমিতে ধান চারা রোপন করা হবে৷ এছাড়াও কৃষি মহকুমা এলাকার রামনগর, তৈইচাকমা এবং রইস্যাবাড়িতে ১০ হেক্টর করে টার্গেট হাতে নেওয়া হয়েছে৷