মৌচাক-৬ নবোদয়-২
(বিপ্টোর-২,এলটন,জয়কুমার,প্রশান্ত,অ্যালেক্স) (বিশাল)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।।দুর্বল নবোদয় সঙ্ঘকে সহজেই পরাজিত করলো মৌচাক ক্লাব। আর ওই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে আসলো মৌচাক ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শনিবার বিকেলে মৌচাক ক্লাব ৬-২ গোলে কার্যত বিধ্বস্ত করে পল্টু চৌধুরির নবোদয় সঙ্ঘকে। বিজয়ী দলের বিপ্টোর ত্রিপুরা জোড়া গোল করেন। সুজিত ঘোষের দলের ছেলেরা এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। মৌচাকের ফুটবলারদের দক্ষতা, শক্তি এবং গতির সামনে কার্যত দাড়াতেই পারেননি নবাগত নবোদয় সঙ্ঘের ফুটবলাররা। তবে এদিন আধ ডজন গোল না হয়ে যদি আরও বড় ব্যবধানে জয় পেতো মৌচাক তাহলে অবাক হওয়ার কিছু ছিলো না। দুটি গোল করলেও একাই আরও দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন মৌচাকের বিপ্টোর ত্রিপুরা। এদিন কিন্তু শুরুতে এগিয়ে গিয়েছিলো নবোদয় সঙ্ঘ। তবে শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেননি। ম্যাচ শুরুর ১২ মিনিটের মাথায় বিশাল চৌধুরির গোলে এগিয়ে যায় নবোদয় সঙ্ঘ। গোল হজম করার ৭ মিনিট পর ভি এলটন ডার্লং এর গোলে সমতা ফেরান মৌচাক। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে জয় কুমার জমাতিয়ার গোল এগিয়ে যায় মৌচাক। ৬২ মিনিটে প্রশান্ত নোয়াতিয়া, ৬৪ ও ৬৬ মিনিটে বিপ্টোর জমাতিয়া এবং ৬৯ মিনিটে অ্যালেক্স দেববর্মা মৌচাকের হয়ে গোল করেন। ম্যাচের ৭৬ মিনিটে নবোদয়ের বিশাল চৌধুরি নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান (২-৬)। রেফারি টিঙ্কু দে হলুদ কার্ড দেখান বিজীত দলের মনিষ দেববর্মাকে।