মৃদু ভূমিকম্প অরুণাচল প্রদেশে, ক্ষয়ক্ষতির খবর নেই

ইটানগর, ২২ জুলাই (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপেছে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলা। আজ শনিবার ভারতীয় সময় সকাল ০৬টা ৫৬ মিনিট ০৮ সেকেন্ডে ৩.৩ তীব্রতার ভূকম্পে কেঁপে উঠেছে রাজ্যের তাওয়াং জেলা ও সংলগ্ন এলাকা। তবে মৃদু ভূমিকম্পের ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি যে তথ্য প্রকাশ করেছে সে অনুযায়ী, আজ শনিবার সকালে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান এবং অসমের পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশের তাওয়াং জেলা সদরের ২৭.৪৪ উত্তর অক্ষাংশ এবং ৯২.৫১ দ্রাঘিমাংশে ভূগর্ভের ৫ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, গতকাল প্ৰতিবেশী মণিপুরের উখরুল জেলায় সকাল ০৫টা ০১ মিনিটে ৩.৫ প্রাবল্যের ভূমিকম্প সংঘটিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *