হরনাথ চক্রবর্তীর পরিচালনায় এবার বড়পর্দায় মদন মিত্র

কলকাতা, ২২ জুলাই (হি.স.): রাজনীতির মঞ্চ থেকে এবার বড়পর্দায় মদন মিত্র । হরনাথ চক্রবর্তীর নতুন ছবিতে দেখা যাবে বিধায়ক-রাজনীতিবিদকে । মদন মিত্র অভিনীত হরনাথ চক্রবর্তীর নতুন ছবির নাম ওহ লাভলি । প্রকাশ্যে ছবির সব চরিত্রদের লুক ।

এই ছবি নিয়ে পরিচালক বলছেন, ‘এই ছবি সপরিবারে দেখার মতো একটা ছবি। মুখ্যভূমিকায় দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ঋক চট্টোপাধ্যায় । এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন সে । এছাড়াও এই ছবিতে থাকছেন, রাজনন্দিনী পাল, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, তপতি মুন্সী, বুদ্ধদেব ভট্টাচার্য,মৃন্ময় দাস ।
প্রথমবার এই ছবিতে মদন মিত্রকে অভিনয় করতে দেখবেন দর্শক। ব্যক্তি হিসেবে মদন মিত্রের যে ব্যক্তিত্ব, সেই আমেজ বজায় রেখেই এই ছবিতে এক নতুন অবতারে দেখা যাবে তাঁকে।