BRAKING NEWS

জুটমিলকে পুনরুজ্জীবিত করতে সরকারকে অবিলম্বে বাস্তবসম্মত কার্যকরী উদ্যোগ নিতে হবে : সিআইটিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ রাজ্যের একমাত্র মাঝারী শিল্প  প্রতিষ্ঠান জুটমিলের জায়গায় জুটমিলের কাজেই ব্যবহার করা এবং জুটমিলটি  অবিলম্বে পুনরুজ্জীবিত করতে সরকারকে  বাস্তবসম্মত সিদ্ধান্ত  গ্রহন করতে দাবী জানাচ্ছে সি আই  টি ইউ রাজ্য  সম্পাদকমন্ডলী৷ ইদানিং রাজ্যের মূখ্যমন্ত্রী জুটমিল পরিদর্শন করেন৷ পরিদর্শনের পর বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদে প্রকাশিত হয়  যে , জুটমিলের জায়গায় মল করার জন্য জমি হস্তান্তর করা হবে৷ এই সংবাদে শ্রমিক কর্মচারীদের মধ্যে আশঙ্কার সৃষ্টি হয়৷ শ্রমিকরা শঙ্কিত৷  সি আই টি ইউ  এিপুরা  রাজ্য সম্পাদকমন্ডলী বলেছে,  কেন্দ্রীয়  সরকার  দেশে রাষ্ট্রায়ত্ব শিল্প কারখানা বন্ধ করছে এবং  তীব্র গতিতে  বেসরকারীকরন করছে৷ এই নীতিতেই রাজ্যেও  বি জে পি সরকার শ্রমিক বিরোধী  ও শিল্প বিরোধী নীতি গ্রহন করেছে৷  সংগঠন  রাজ্য সরকারের  শিল্প বিরোধী এবং শ্রমিক বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সকল অংশের শ্রমজীবী জনগনকে প্রতিবাদে সোচ্চার  হতে আহবান জানাচ্ছে৷ সি আই টি ইউ  দাবি জানাচ্ছে,  জুটমিলকে পুনরুজ্জীবিত করতে সরকার কে  অবিলম্বে  বাস্তবসম্মত কার্যকরী উদ্যোগ নিতে হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *