চ্যাংরাবান্ধা, ২২ জুলাই (হি. স.) : কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে একটি ট্রাকে আগুন লেগে যায়। শনিবার ঘটনাটি ঘটে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন চ্যাংরাবান্ধা সীমান্তের বিবেকানন্দ পাড়া এলাকায় বিদ্যুতের তারের সংস্পর্শে একটি পণ্যবাহী ট্রাকে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় মেখলিগঞ্জ দমকলকেন্দ্রে। দমকল আসার আগেই অবশ্য স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। বারবার পণ্যবাহী ট্রাকে আগুন লাগার ঘটনায় স্থলবন্দরে দমকলকেন্দ্রের দাবি উঠেছে।