কলকাতা, ২২ জুলাই (হি. স.) : শুক্রবার শহীদ দিবসের মঞ্চে তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের প্রতিবাদ জানাল এপিডিআর।
শনিবার এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর এক বিজ্ঞপ্তিতে লিখেছেন, “অভিষেক ব্যানার্জি তাঁর দলের কর্মীদের উদ্দেশে বলেছেন, সব বিজেপি কর্মীদের তালিকা তৈরি করতে এবং ৫ অগাস্ট ৮ ঘন্টার জন্য তাদের বাড়ি ঘেরাও করতে যাতে তারা বাড়ি থেকে বেরোতে না পারে।
মমতা দেবী বলেছেন ঘেরাওটা ১০০ মিটার দূরে করতে। অর্থাৎ তালিকা তৈরিতে বা বাড়ি ঘেরাওয়ে তারও সম্মতি আছে। শুধু ঘেরাও টা ১০০ মিটার দূরে গিয়ে করতে বলেছেন তিনি।
আমাদের প্রথম আপত্তি, শাসক দল তৃণমূল কংগ্রেস কর্তৃক বিজেপি কর্মদের তালিকা তৈরিতে। শাসকদলের এই তালিকা তৈরি আমাদের জার্মানীতে হিটলারের সময় খুঁজে খুঁজে ইহুদিদের তালিকা তৈরির কথা মনে করিয়ে দিল। এভাবে ভিন্ন চিন্তার রাজনৈতিক কর্মীদের দাগীয়ে দেওয়া ও পরিবার পরিজন সহ তাদের বাসস্থানকে ঘেরাও করা মারাত্মক ব্যপার। এই কর্মসূচি চরম অগণতান্ত্রিক, মানবতা বিরোধী ও বিপদজ্জনক। আমরা রাজ্যের শাসকদলকে এই কর্মসূচি থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।
দ্বিতীয়ত, আগামীদিনে এই কর্মসূচিকে উদাহরণ হিসাবে দেখিয়ে যে কোনও দলের কর্মীদেরই এভাবে তালিকা বানিয়ে দাগিয়ে দিয়ে অত্যাচার করা যাবে। ফলে সারা রাজ্যে গৃহযূদ্ধের পরিস্থিতি তৈরি হবে। আমরা মনে করি শাসকদলকে অনেক দায়িত্বশীল ও উদার হতে হয়। তাই কোন রাজনৈতিক দলের কর্মীদের তালিকা বানিয়ে বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি বাতিল করুক তৃণমূল। এটা ফ্যাসিবাদী কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রীও দায়িত্বশীল ভূমিকা নিয়ে এই কর্মসূচি বাতিলে উদ্যোগ নিন। একই সঙ্গে আমরা মনে করি রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা অবিলম্বে মিটিয়ে দিক কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের টাকা নিয়ে দূর্নীতি করা ব্যক্তিদের গ্রেফতার করে সাজা দেওয়া হোক। কিন্তু কাজ করিয়ে শ্রমিকদের টাকা না দেওয়া অন্যায়।”