আগরতলা, ২১ জুলাই (হি.স.): ত্রিপুরার উদ্যান জাত ফলের সুমিষ্টতা,গুনাগুন এবং সহজলভ্যতা জাতীয় স্তরে তুলে ধরা ত্রিপুরা সরকারের মূল উদ্দেশ্য। আজ বারানসিতে আয়োজিত শোকেসিং ত্রিপুরা অনুষ্ঠানে একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।
এদিন তিনি বলেন, ত্রিপুরার সুস্বাদু কুইন আনারস, কাঁঠাল, কমলালেবু সহ বাহারি ফলের আয়োজন নিয়ে বারানসিতে এই ক্রেতা বিক্রেতা প্রর্দশনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ত্রিপুরা আয়তনের দিক থেকে ছোট হলেও প্রকৃতি এই রাজ্যকে তার প্রাকৃতিক সম্পদে নিপুণভাবে সাজিয়েছে।
এদিন তিনি আরও বলেন, ত্রিপুরার আনারস সহ অন্যান্য ফলের সুমিষ্টতায় মুগ্ধ হয়েছেন বিভিন্ন রাজ্যের ক্রেতারা। বহি:রাজ্যে ত্রিপুরার ফলের চাহিদা বাড়লেই উপকৃত হবেন চাষীরা। ত্রিপুরা সরকার মূলত এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে।