দুমকা, ২১ জুলাই (হি. স.) : ঝাড়খন্ডের গোপীকান্দার থানা এলাকার মহুলদাবর গ্রামে সাপের কামড়ে মৃত্যু হয়েছে অষ্টম শ্রেণির ছাত্রীর । ছাত্রী মনীষা সরেন (১১) প্রাইমারি মিডল স্কুল মহলদাবরের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে।
বাবা মার্সিল সরেন জানান, বৃহস্পতিবার রাতে মনীষাকে হোস্টেলের বিছানায় বিষধর সাপ কামড়ায়। মনীষা সোরেনের চিৎকারে স্কুলের শিক্ষকরা তাকে পাকুড় জেলার আমদাপাদা শাহরজোদি মিশনে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মনীষার মৃত্যু হয়েছে।