কলকাতা, ২১ জুলাই (হি. স.) : রাজ্য বিজেপি চায় পশ্চিমবঙ্গে সিবিআই-এর বিভিন্ন তদন্ত আরও গতিশীল হোক। এ কারণে উদ্যোগী হয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
শুক্রবার শুভেন্দুবাবু প্রচারমাধ্যমকে বলেন, সিবিআই ডিরেক্টরকে শুধু চিঠি নয় ডকুমেন্ট পাঠিয়েছি। অনেক ডিভাইস দিয়েছি। রাইটার্স বিল্ডিংসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থলগ্নি সংস্থা সারদার অ্যাম্বুলেন্স, মোটরবাইক তুলে দিচ্ছেন তার তথ্য দিয়েছি। কালিম্পংয়ের ডেলো- বৈঠকের কথোপকথন দিয়েছি।
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একটি চ্যানেলের কর্মীদের বেতন দিতেন। সেই ত্রাণ তহবিলে সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা টাকা দিয়েছেন, তার তথ্য শুভেন্দুবাবু দিয়েছেন নয়া সিবিআই কর্তাকে। শুভেন্দুবাবু সংবাদমাধ্যমে জানান, ইলেক্ট্রনিক ডিভাইস দিয়েছি। জেলে থাকা আসামিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মূল সুবিধাভোগী বলেছিল তার তথ্য দিয়েছি।
শুভেন্দুবাবু সাংবাদিকদের জানান, সিবিআইয়ের নতুন ডিরেক্টরের দৃষ্টি আকর্ষণ করেছি। নতুন অফিসারদের পাঠাচ্ছেন। আমরা তদন্ত ত্বরান্বিত চাই। মূল সুবিধাভোগীর গ্রেফতার চাই। আশা করি নতুন কিছু হবে। ফাইনাল চার্জশিট হযনি সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে।