শ্রীনগর, ২১ জুলাই (হি. স.) : জম্মু কাশ্মীরের শ্রীনগরের বাদামওয়ারি এলাকায় অজ্ঞাত প্রাণীর আক্রমণে একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে । বন্যপ্রাণী দফতর ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে।
বন দফতরের এক আধাকিরক বলেন, আমরা জখম ব্যক্তির সাথে কথা বলেছি। তার হাতে এবং হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে । তবে কোন জন্তু তাকে আক্রমণ করেছে সেটা নিশ্চিত নয়। তিনি আরও বলেন, হামলার পর নজরদারি দল টহল দিচ্ছে।
তিনি আরও বলেন, আমরা এটি যাচাই করার চেষ্টা করছি এবং আমরা শ্রীনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনকেও ফোন করেছি। তারা ইতিমধ্যে এলাকায় নজরদারি বাড়িয়েছে।