ফিফা ক্রমতালিয়ায় আরও উঠে এল ভারতীয় ফুটবল দল, এই মুহূর্তে স্থান ৯৯ নম্বরে

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): ফিফা ক্রমতালিয়ায় আরও উঠে এল ভারতীয় ফুটবল দল। ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়ন হয়েছে এই বছর সুনীল ছেত্রীর দল। এবার তারই পুরস্কার পেল ভারতীয় ফুটবল দল। শুক্রবার ক্রমতালিকায় প্রথম একশোর ভেতরে ঢুকে পড়ল তারা। এই মুহূর্তে ভারতের স্থান ৯৯ নম্বরে। ভারতের সেরা র‍্যাঙ্কিং ছিল ১৯৯৬ সালে ৯৪। অর্থাৎ আর মাত্র ৫ ধাপ এগােলেই তা ছুঁয়ে ফেলবে সুনীলের দল। ১৯৯৩ সালে ৯৯ নম্বর র‍্যাঙ্কিংয়ে পৌঁছেছিল ভারতীয় ফুটবল দল। ২০১৭ ও ২০১৮ সালে ৯৬ নম্বরে পৌঁছেছিল ভারতীয় ফুটবল দল।