নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ প্লাস্টিকের কু প্রভাব মানুষের জীবনযাত্রাকে ভয়ংকর পরিণতির দিকে ধাবিত করছে৷ একমাত্র জনসচেতনতা বৃদ্ধির মধ্য দিয়েই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা সম্ভব৷ এই আহ্বানকে সামনে রেখে শুক্রবার মহিলা কলেজের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীরা আগরতলা শহরে সচেতনতামূলক কর্মসূচি পালন করে৷ শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়৷ আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস শাখার পক্ষ থেকে শুক্রবার প্লাস্টিক মুক্ত দেশ ও রাজ্য গড়ার উদ্দেশ্যে এক কর্মসূচির আয়োজন করা হয়৷ কলেজ থেকে বের হয়ে ছাত্রীরা ব্যবসায়ী ও পথচারীদের কাছে লিফলেট বিতরণ করে প্লাস্টিক বর্জন করার জন্য আহ্বান জানান৷পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন প্লাস্টিক মুক্ত দেশ এবং রাজ্য গড়তে পারলে মানুষের বিভিন্ন রোগ এবং দূষণ নিয়ন্ত্রণ হবে৷ সকলে যাতে প্লাস্টিক মুক্ত রাজ্য বা দেশ গড়ার দিকে নজর দেয়৷ এর জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান ছাত্রীরা৷’
2023-07-21

