ব্লাডমাউথ: ২
ত্রিপুরা পুলিশ: ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।। জয়ে ফিরেছে ব্লাড মাউথ ক্লাব। তাও পুলিশ রিক্রিয়েশন ক্লাব কে হারিয়ে। বি ডিভিশন লিগ ফুটবলে ব্লাড মাউথ ক্লাব অনেকটা নাইন বুলেটসের মতোই এগোচ্ছে। তবে এক ধাপ এগিয়ে রয়েছে কল্যাণ সমিতি। নাইন বুলেটস, ব্লাড মাউথের মতো কল্যাণ সমিতি এ পর্যন্ত অপরাজেয় তবে অ্যাডভান্টেজ একটাই যে কল্যাণ সমিতি টানা ৪ ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। অপরদিকে ব্লাড মাউথ ক্লাব ও নাইন বুলেটসের পয়েন্ট সম সংখ্যক হলেও গোল ব্যবধানের নিরিখে নাইন বুলেটস থেকে এক ধাপ পিছিয়ে ব্লাড মাউথ। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন ফুটবলে ২-০ গোলের ব্যবধানে পুলিশ ক্রিয়েশন ক্লাব কে পরাজিত করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে নিয়েছে। খেলার প্রথমার্ধেই বিজয়ী দল দুই গোলে এগিয়ে ছিল। খেলা শুরুতেই ঠিক পাঁচ মিনিটের মাথায় জাবেদ ডার্লং এর গোলে ব্লাড মাউথ ক্লাব ১-০ গোলে লিড নেয়। পরবর্তী সময়ে পরস্পর বিরোধী দুই দলের খেলা কিছুটা আক্রমণাত্মক হলেও ৩৩ মিনিটের মাথায় দেবরাজ জমাতিয়া ব্লাড মাউথের পক্ষে দ্বিতীয় গোলটি করে নেয়। ব্যবধান বেড়ে দুই- শূন্য হওয়াতে ব্লাড মাউথ কিছুটা রক্ষণাত্মক খেলে। পক্ষান্তরে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাবের খেলোয়াররা একাধিকবার আক্রমণে উঠে আসলেও গোল পরিশোধের কোনও সুযোগ পায়নি এমনকি দ্বিতীয়ার্ধের পুরো খেলায় দুদলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও জাল নেড়ে কেউ তৃতীয় গোলের সন্ধান দিতে পারিনি। খেলার প্রথমার্ধে রাফ এন্ড টাফ খেলায় ত্রিপুরা পুলিশের তিনজন কৌশিক, অমিত অমিত ও সঞ্জীবকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন সত্যজিৎ দেবরায়, কার্তিক দাস, বিশ্বজিৎ দাস ও পিন্টু চাকমা। দিনের খেলা নবোদয় সংঘ বনাম মৌচাক ক্লাব, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।