বাঁকুড়া, ২১ জুলাই (হি. স.) : পঞ্চায়েত নির্বাচন ও ভোট গননার পর থেকেই রাজ্য জুড়ে শাসকদলের সন্ত্রাস,ভোট গননায় কারচুপির প্রতিবাদে দলের ঘোষিত কর্মসূচি অনুসারে শুক্রবার বাঁকুড়া জেলার সমস্ত ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং বিডিওদের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।
এদিন সকালে বিজেপি বিধায়ক নিলাদ্রী দানার নেতৃত্বে দুই শতাধিক কর্মী সমর্থক ১নং ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শণ করে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রী দানা বলেন লোকসভা, বিধানসভা ভোটের মতোই পঞ্চায়েত নির্বাচনে ধরাশয়ী হওয়া ঠেকাতে পরিকল্পিত ভাবে শাসক তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করে। বিরোধীদের মনোনয়ন পত্র দাখিল করতে বাধা, কোথাও মনোনয়ন পত্র ছিনিয়ে নেওয়া, কোথাও প্রার্থীদের মারধোর করে মনোনয়ন পত্র জমা দিতে দেয় নি, তারপরও ভোটের দিন অবাধে ছাপ্পা ভোট দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে।তারপরেও ভোট গননার সময় বিজেপি সহ বিরোধী দলের নির্বাচনী এজেন্ট ও গননা এজেন্ট দের মারধোর করে গননা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।তা সত্বেও গতবারের চেয়ে এবার দ্বিগুণ এর চেয়ে বেশি আসন দখল করেছে।ফলাফল দেখেই ঘুম ছুটেছে শাসকদলের।তাই ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস, মারধোর ঘরবাড়ি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে।শুধু তাই নয় সন্ত্রাসের খবর তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের মারধোর, মোবাইল ছিনতাই ইত্যাদির মতো জঘন্য ঘটনা ঘটেছে।গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমে র উপর আক্রমণ গণতন্ত্র কে হত্যার সামিল।এই সন্ত্রাস বন্ধ ও সন্ত্রাসে যুক্ত ব্যাক্তিদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান তিনি। বিক্ষোভ প্রদর্শণের পর এক প্রতিনিধি দল বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন।
নিলাদ্রী বাবু আরও বলেন ভোট গণনার দিন গণনা কেন্দ্রের সামনে এক বিজেপি কর্মীকে মারধোর করে তৃণমূলের লোকজন।এই ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতার ওআইনগত ব্যবস্থা গ্রহণ এর দাবী জানান।