দুর্গাপুর, ২১ জুলাই (হি. স.) ফের দামোদর পারাপার করতে গিয়ে তলয়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় যুবকের। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে বড়জোড়া থানার পখন্না মানাচরে। তল্লাশিতে শুক্রবার যুবকের দেহ উদ্ধার হয়।
ঘটনায় জানা গেছে, বৃহস্পতিবার বিকালে পখন্নায় দামোদর নদীতে পারাপার করার সময় আচমকায় জলে তলিয়ে যায় ওই ব্যাক্তি। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জলের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে পখন্না ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু, এদিন নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ফের তল্লাশী অভিযান শুরু হয়। এদিন সকালে দামোদর নদে স্পিড বোট নিয়ে তল্লাশী শুরু করে উদ্ধারকারী দল। বেলা ১০ টা নাগাদ ওই যুবকের দেহ উদ্ধার হয়। তারপর বড়জোড়া থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজে পাঠায়। যদিও এদিন বিকাল পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ৬ জুলাই আদিত্য চ্যাটার্জী (১৮), নামে এক যুবক দামোদর নদে বালিখাদে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয়। আশপাশের লোকজন বিষয়টি দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ও উদ্ধারকারীদল। পরদিন দুপুরে তার মৃতদেহ উদ্ধার হয়। তার কয়েকদিন আগেই দামোদরের দুর্গাপুর ব্যারেজ এলাকায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হয় তিন ছাত্রের। পর পর দামোদরে জলে ডুবে মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে।