নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): মণিপুর ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে, কিন্তু দুৰ্ভাগ্যবশত এই ইস্যুকে রাজনৈতিকভাবে দেখছে বিরোধীরা। বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আমরা সদনে বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু তারা (বিরোধীরা) আলোচনা থেকে পালিয়ে যেতে চাইছে।”
এরপরই অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কারণ, বিরোধী শাসিত রাজ্যেও কিছু মামলা রয়েছে। রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে…আমি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করছি – আপনারা কি শুধুমাত্র একটি রাজ্যে মহিলাদের দেখেন?…রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং বিরোধীরা কি নীরব দর্শক হয়ে থাকবে?…কেন আপনারা মহিলাদের মধ্যে পার্থক্য করেন?…আপনারা কীভাবে এমনটা করতে পারেন? আপনারা কি নারীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচনা করেন এবং তেমনটি চালিয়ে যেতে চান?…সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, আপনাদের রাজস্থানের বিষয়ে উত্তর দিতে হবে।”