ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। দিন দিন খেলোয়ারদের ব্যাটিং উন্নতি হচ্ছে। তবে সবার ক্ষেত্রে নয়। কয়েকজন সত্যিই স্পটারদের নজর কেড়ে নিচ্ছে। ধর্মনগরে চলছে অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফির জন্য রাজ্য দল গঠনের সিলেকশন কাম ট্রায়াল ম্যাচ। তিন দিনের প্রথম ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হলেও বেশ কয়েকজন অনূর্ধ্ব ১৬ ক্রিকেটার রাজ্যদলের হয়ে খেলার যোগ্যতার মাপকাঠি ছুঁতে পেরেছে। তবে অপ্রত্যাশিতভাবে কয়েকজন পিছিয়ে পড়েছে বলে কোচ এবং স্পটাররা বিষয়টিতে আরও জোর দিচ্ছেন। আজ, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় ম্যাচে টিসিএ ডি দল প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ৫১.২ ওভার খেলে ১০২ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে আফতাব চৌধুরীর অপরাজিত ৪৩ রান ময়ুখ চক্রবর্তীর ষোল রান বেশ নজর কেড়েছে। বোলিংয়ে টিসিএ সি দলের আমন দেবনাথ, রিয়াদ হোসেন, পিনাক দেব দুটি করে উইকেট তুলে নিয়ে নির্বাচকদের নজরে এসেছে। জবাবে ব্যাট করতে নেমে টিসিএ-সি দল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৫.৫ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে ৩১ রানে অপরাজিত থেকে অয়ন রায় স্পটারদের নজর কেড়েছে। এদিকে বোলিংয়ে টিসিএ-সি দলের সুব্রত চক্রবর্তী ১৫ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে সম্ভাব্য রাজ্যে দলে নিজের অবস্থান অনেকটা নিশ্চিত করে নিয়েছে।
2023-07-20

