ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।।
শুরু হলো চূড়ান্ত প্রস্তুতি শিবির। আন্তর্জাতিক উন্মুক্ত ক্যারাটে প্রতিযোগিতায় ভালো ফলাফলের জন্য। দিল্লিতে আন্তর্জাতিক উন্মুক্ত ক্যারাটে প্রতিযোগিতা শুরু ৪ আগস্ট। দেশের রাজধানীর তালকোটরা স্টেডিয়ামে হবে আসর। ওই আসরে ভালো ফলাফল করতে প্রান্তক ক্লাব এবং শতদল সঙ্ঘে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। রাজ্য সংস্থার সচিব তথা কোচ কৃষ্ণ সূত্রধরের তত্বাবধানে চলছে অনুশীলন। ৩১ জুলাই সণকপথে রওয়ানা দেবে ত্রিপুরা দলের খেলোয়াড়রা। আসরে রাজ্যের খেলোয়াড়রা ভালো ফলাফল করবেই বিশ্বাস রাজ্য সংস্থার সচিব-এর। আসরে ত্রিপুরা থেকে অংশ নেবেন ১২ জন খেলোয়াড়: বিপ্রজিৎ সাহা, শাঙ্কি কর্মকার, অভিপ্সা নাথ, প্রীয়া দেবনাথ, সুব্রত শর্মা, অক্সিতা মজুমদার, শুভ্রজিৎ সিনহা, উদয় দে, হৃদ্ধি মারাক, যোগেন্দ্র মারাক, সোহানা ঘোষ এবং দ্বীপ সূত্রধর। কোচ: কৃষ্ণ সূত্রধর।
2023-07-20