নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ বাইখোড়া এসএসবি ক্যাম্প এলাকায় জাতীয় সড়কে একইদিনে পৃথকভাবে দুইটি যান দুর্ঘটনায় গুরতর আহত ৪৷ ঘটনার বিবরনে জানা যায় বৃস্পতিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এস এস বি ক্যাম্প এলাকায় টি আর ০১ সি ১৩৪৯ নাম্বারের বাস ও টি আর ০৮ ডি ৭৮৭১ নাম্বারের সুকটির মধ্যে সংঘর্ষ ঘটে এতকের সুকটি চালক জাতীয় সড়কে ছিটকে পরেগিয়ে গুরতর আহত হয়৷ একইদিনে একই জায়গায় টি আর ০৩ এম ৪৫৪৫ নাম্বারের বাইক ও টি আর ০৮ ডি ৫৫৮৪ নাম্বারের বাইকের সংঘর্ষ ঘটে৷ এতে করে এক বাইকে থাকা দুইজন ও অপর বাইকে থাকা একজন গুরতর আহত হয়৷ আহতদের মধ্যে একজন শান্তির বাজার মহকুমার সুর পাড়ার বাসিন্দা সহদেব মজুমদার৷ তিনি পেশায় একজন শিক্ষক৷ জানা যায় বিদ্যালয় থেকে আসার পথে এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলা শাসক৷ জেলা শাসক নিজে দারিয়ে থেকে আহতদের মধ্যে দুইজনকে চিকিৎসারজন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরন করে অপর আহত শিক্ষককে জেলা শাসক নিজে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ এই পরবর্তী কিছু সময় পর দুইজন আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রথেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে৷ তিনজন আহতের অবস্থা আশঙ্কাজনক হোওয়াতে তিনজনকে জিবি হাসপাতালে রেফার করাহয়৷ আহতরা হলো শান্তির বাজার মহকুমার সুর পাড়ার বাসিন্দা সহদেব মজুমদার৷ অপর দুইজন জোলাইবাড়ীর রামরাইবাড়ীর বাসিন্দা সৌরভ মজুমদার (১৯ ) ও মধুসুধন ঘোষ৷ আজকের এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান শান্তির বাজার জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক৷
2023-07-20