পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই (হি. স.) : পশ্চিম মেদিনীপুরেও দেখা গেল সেই ভোটে জেতার পর দলবদলের ছবি। সবং ৩নং অঞ্চলের কানাইশোল বুথে বিজেপির জয়ী প্রার্থী গঙ্গা রানী সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। সঙ্গে যোগ দেন ৬২ টি পরিবারের প্রায় ২৫০ কর্মী সমর্থক।
পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে গ্রাম পঞ্চায়েতের আসনে জয়লাভ করেন গঙ্গা রানী সিং। কানাইশোল বুথের তৃণমূলের প্রার্থী পার্বতী মুর্মু হাঁসদাকে ১০৭ ভোটে হারিয়ে জয়ী হন তিনি। তৃণমূলে যোগ দিয়ে বিজেপি প্রার্থী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ ভালো লেগেছে তাই আমি বিজেপিতে থাকতে পারলাম না। তৃণমূলের যোগ দিলাম। তৃণমূল গ্রামের উন্নয়ন করবে তাই আমি যোগদান করেছি, পঞ্চায়েত প্রার্থী হিসেবে।
পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে দলবদলের খেলা। ইতিমধ্যেই বিরোধী দলের ও নির্দল হিসেবে জয়ী বেশ কিছু প্রার্থী তৃণমূলে যোগদান করেছেন।