ইমফল, ১৯ জুলাই (হি.স.) : ইমফল পশ্চিম জেলায় আইপিএস অফিসারের এসকর্টে হামলার সঙ্গে জড়িত অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি গত ১৭ জুলাই ইমফল পশ্চিম জেলার অন্তর্গত কোয়াকিথেল এলাকায় কতিপয় সশস্ত্র দুর্বৃত্ত আইজিপি কবিব কে (আইপিএস, জেড-টু)-র ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। কেবল তা-ই নয়, দুর্বৃত্তের দল তাঁর কনভয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই এ ঘটনার সঙ্গে গতকাল ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
পুলিশের সূত্র জানিয়েছে, এদের গ্রেফতারকে কেন্দ্র করে কোনও ধরনের অস্থিরতার সৃষ্টি করলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। তাছাড়া গ্রেফতারকৃতদের ৩০ জনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে সূত্র।

