‘আমরা আমাদের কাজ করব, পুলিশ পুলিশের কাজ করবে’, তোপ দিলীপের

কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : মেলেনি পুলিশের অনুমতি। তারপরও, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার পথে নেমেছে বিজেপি। ‘আমরা আমাদের কাজ করব, পুলিশ পুলিশের কাজ করবে’, এই মিছিল প্রসঙ্গে সাংবাদিকদের কাছে সরাসরি চ্যালেঞ্জ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে ১১জন দলীয় কর্মী খুন হয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার কর্মী। তাঁদের মধ্যে ৬৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পঞ্চায়েত ভোটে ১২ হাজার ৪৯২টি বুথ দখল হয়েছেএবং ২১ হাজার বুথে ভোটই না হওয়ার অভিযোগ তুলছে বিজেপি।

এসবের প্রতিবাদে, বুধবার দুপুরে পথে নামে তারা। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হবে বিজেপির মহা মিছিল। তাঁদের দাবি, পুলিশের অনুমতি না মিললেও, তাঁরা মহা মিছিল করবেন।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, ‘ পুলিশ নিজেই অশান্তি করছে। আমরা আমাদের কর্মসূচি বহাল রাখব। যারা ‘হায় গনতন্ত্র’ বলে সাড়া দেশ ঘুরে বেড়াচ্ছেন, তাদের রাজ্যে গণতন্ত্র মাটি ছাপা পড়ে গেছে। কোর্টে যেতে হয় গণতন্ত্র খুঁজতে। চশমার দোষ আছে। ‘

অন্যদিকে ভাঙড়-অশান্তি নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি চান না। তাই ভাঙড়ে শান্তি ফিরছে না। ওঁরা হস্তক্ষেপ বন্ধ করলে ভাঙড়ে নিজে থেকেই শান্তি ফিরে আসবে। নওশাদকে তো আটকে দিয়েছে। ঢুকতেই পারেনি। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *